১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩২

খালেদার মুক্তির দাবিতে রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের মিছিল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে বিশাল মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

সোমবার দুপুরে রাজধানীতে এই মিছিলে নেতৃত্বে ছিলেন সংগঠনের সভাপতি শফিউল বারী বাবু ও সাধারণ সম্পাদক আব্দু্ল কাদের ভুঁইয়া জুয়েল।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার মুক্তির দাবিতে শুরু থেকেই ঢিলেঢালা কর্মসূচি করে আসছে বিএনপি ও অঙ্গ সংগঠন।

থেমে থেমে এসব কর্মসূচি পালিত হলেও সম্প্রতি মূল দল বিএনপি ও অঙ্গ সংগঠন আবারো কর্মসূচি নিয়ে মাঠে নামছে। জিয়া চ্যারিটেবল মামলায় জামিন শুনারিকে ঘিরে ঘোষিত এসব কর্মসূচিতে শীর্ষ নেতারাও অংশ নিচ্ছেন।

স্বেচ্ছাসেবকদলের দলের নেতাকর্মীরা শান্তিনগর এলাকায় মিছিল করেন। এতে কেন্দ্রীয় নেতারা ছাড়াও মহানগরের নেতাকর্মীরা অংশ নেন।

এসময় তারা অবিলম্বে খালেদ জিয়ার মুক্তি দাবি করেন এবং সরকারের সমালোচনা করে নানা স্লোগান দেন।

প্রকাশ :ডিসেম্বর ৯, ২০১৯ ২:৫৮ অপরাহ্ণ