আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে একটি কারখানায় ভয়াবহ আগুনে অন্তত ৪৩ শ্রমিক নিহত হয়েছে।
স্থানীয় সময় রোববার ভোর ৫টার দিকে দিল্লির রানি ঝাঁসি রোডে আনাজ মান্দি এলাকার একটি কারখানায় এ ঘটনা ঘটে।
এনডিটিভি পত্রিকা জানিয়েছে, ভোরে যখন কারখানায় আগুন লাগে সে সময় অধিকাংশ শ্রমিক ঘুমিয়ে ছিল। কী কারণে বা কীভাবে আগুন লেগেছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
অগ্নিকাণ্ডের সময় কারখানার মধ্যে অর্ধশতাধিক শ্রমিক ছিল বলে কর্মকর্তারা জানিয়েছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দিল্লি ফায়ার সার্ভিসের প্রধান অতুল গার্জ জানিয়েছেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ত্রিশটি ইউনিট ঘটনা্স্থলে যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ৫০ জনকে উদ্ধার করা হয়েছে। ভেতরে আরও আটকা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিদগ্ধ ২০ জনকে স্থানীয় রাম মনোহর লোহিয়া হাসপাতাল ও হিন্দু রাও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

