১৪ই জানুয়ারি, ২০২৬ ইং | ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১০:০৫

বর আবুল হায়াত, কনে দিলারা জামান

বিনোদন ডেস্ক : বরেণ্য অভিনেতা আবুল হায়াতের পরনে পাজামা-পাঞ্জাবি। মাথায় বিয়ের পাগড়ি। গলায় ফুলের মালা। তার পাশে বধূ সাজে বসে আছেন আরেক গুণী অভিনেত্রী দিলারা জামান। তাদের ঘিরে আছেন একদল তরুণ-তরুণী। একাধিক স্থিরচিত্রে এমন দৃশ্য দেখা যায়।

আবুল হায়াতের বয়স এখন ৭৫ আর দিলারা জামানের ৭৬। কিন্তু এই বয়সে তারা কেন বিয়ের সাজে? খোঁজ নিয়ে জানা যায়, এসবই শুটিংয়ের প্রয়োজনে করা হয়েছে। প্রখ্যাত বাঙালি ঔপন্যাসিক সমরেশ মজুমদারের ‘উৎসবের রাত’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ। এতেই এমন রূপে দেখা যাবে তাদের।

বায়োস্কোপ অরিজিনালের জন্য নির্মিত হয়েছে ওয়েব সিরিজটি। আলফা আই প্রযোজিত এই সিরিজ পরিচালনা করেছেন কলকাতার সায়ান দাসগুপ্ত। সম্প্রতি কলকাতায় টানা নয়দিন এই সিরিজের শুটিং হয়েছে। এতে লাক্স তারকা সৈয়দা তাজ্জি একটি চরিত্রে অভিনয় করেছেন।

প্রকাশ :ডিসেম্বর ৪, ২০১৯ ৪:৪৭ অপরাহ্ণ