২৪শে নভেম্বর, ২০২৪ ইং | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:১৪

শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা

মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজার জেলা জুড়েই এখন শীতের আমেজ। তবে শ্রীমঙ্গল উপজেলায় সবচেয়ে বেশি শীত অনুভূত হচ্ছে। এখানে এখন দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে।

শ্রীমঙ্গলে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি ধরনের কুয়াশার সঙ্গে রয়েছে কনকনে ঠান্ডা বাতাসও।

বুধবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় শ্রীমঙ্গলে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটা দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

শ্রীমঙ্গলে দিনের বেলা কিছুটা তাপমাত্রা থাকলেও সন্ধ্যার পর থেকে হিমেল ঠান্ডা বাতাসের সঙ্গে শীত অনুভূত হতে থাকে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক মো. মুজিবুর রহমান জানান, ‘বুধবার সকালে শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগের মঙ্গলবার শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।’

তার মতে, চলতি শীত মৌসুমে শ্রীমঙ্গলে রেকর্ডকৃত এই তাপমাত্রা এ পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা।   এই মৌসুমে শীত আরও বাড়বে বলে জানান তিনি।

প্রকাশ :ডিসেম্বর ৪, ২০১৯ ৪:৩৪ অপরাহ্ণ