১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৫৭
Honda NeuV

চালকবিহীন গাড়ি আনছে হোন্ডা

নিজস্ব প্রতিবেদক:

এবার চালকবিহীন স্বয়ংক্রিয় গাড়ি তৈরির ঘোষণা দিল জাপানের অটোমোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান হোন্ডা মোটর করপোরেশন। গত বৃস্পতিবার এক বিবৃতিতে হোন্ডা

জানায়, প্রতিষ্ঠানটি চালকবিহীন গাড়ি উৎপাদনে যাচ্ছে। ২০১৫ সাল নাগাদ এই গাড়ি সড়কে নামবো।

সম্প্রতি হোন্ডা মিড-টার্ম ভিশন ২০৩০ প্রকাশ করে। এই ভিশনেই চালকবিহীন গাড়ি উৎপাদনের কথা বলা হয়। এই ভিশনে হোন্ডা উল্লেখ করে, চালকবিহীন গাড়ি

উৎপাদনের প্রয়োজনীয় স্টাটের্জি নিরূপণ, কর্ম কৌশল ও সুনির্দিষ্ট নীতিমালা প্রনয়ণ করা হয়েছে। শিগগিরই প্রতিষ্ঠানটি গবেষণা শেষে উৎপাদনে যাবে।

এর আগে গত বছর হোন্ডা তাদের প্রথম ইলেকট্রিক কার উৎপাদন করে। কার্বণ নির্গমন কমানোর অংশ হিসেবে হোন্ডা এই গাড়ি উৎপাদনে যায়।

দৈনিক দেশজনতা/ এমএইচ

 

প্রকাশ :জুন ১০, ২০১৭ ২:২৭ অপরাহ্ণ