শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর ক্রোকারিজ সেট (গ্লাস সেট) খুলে বিশেষভাবে লুকিয়ে রাখা ছয় কেজি স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে কাস্টমস। এই ঘটনায় মুরশেদ হোসেন নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে কাতার এয়ারওয়েজের একটি বিমানে ঢাকায় আসা ওই যাত্রীর ব্যাগ তল্লাশি করে এ স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।
সকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদে কাস্টমস কর্মকর্তারা জানতে পারেন কাতার এয়ারওয়েজের (ফ্লাইট নং-QR638) একটি বিমানে একজন যাত্রী কয়েক কেজি স্বর্ণ নিয়ে ঢাকায় আসছে। এমন খবরে গভীর রাত থেকে বিমানবন্দরে নজরদারি বাড়ানো হয়। ভোরে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় এক যাত্রীকে সন্দেহ হয়। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে তার কাছে থাকা ক্রোকারিজ (খোলা গ্লাস সেট) খুলে বিশেষভাবে লুকিয়ে রাখা ছয় কেজি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া স্বর্ণালঙ্কারের মূল্য দুই কোটি ৮০ লক্ষ টাকা বলে জানিয়েছে কাস্টমস।