২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৫২

কর্মবিরতিতে নৌযান শ্রমিকরা

শতভাগ খাদ্য ভাতা ও সুপেয় পানির খরচ আদায়সহ ১৫ দফা দাবিতে দেশব্যাপী কর্মবিরতি শুরু করেছেন নৌযান শ্রমিকরা।

বুধবার সকাল থেকে নৌযান শ্রমিক স্বার্থরক্ষা সংরক্ষণ ঐক্য পরিষদ এই কর্মবিরতি ডাকে। যার ফলে সকাল থেকে এখনো পর্যন্ত সদরঘাট থেকে কোনো লঞ্চ ছেড়ে যায়নি।

ঢাকা নদীবন্দরের (সদরঘাট) যুগ্ম-পরিচালক  (নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা) আলমগীর কবির  বলেন, সকাল থেকেই নৌযান শ্রমিকরা এই কর্মবিরতি পালন করছেন। সকালে দেশের বিভিন্ন স্থান থেকে লঞ্চ যাত্রী নিয়ে এসে যাত্রী নামিয়ে নদীর মাঝে লঞ্চ বাথিং করে রাখছে। কোন লঞ্চ যাত্রী নিয়ে ঢাকা ত্যাগ করছে না।

জানা গেছে, ১৫ দফা দাবিতে নৌযান শ্রমিক স্বার্থরক্ষা ঐক্য পরিষদ সকাল থেকে ধর্মঘট ডেকেছেন। তাদের প্রধান দাবি, বেতন বৃদ্ধি করা, নিরাপত্তা নিশ্চিত করা, চাঁদা বাজি বন্ধ করা।

প্রকাশ :নভেম্বর ২৭, ২০১৯ ১২:৫৯ অপরাহ্ণ