চট্টগ্রামের পটিয়া থানার চরকানাই, হুলাইন, পানচুড়িয়া ও হাবিলাসদ্বীপ এই চারটি গ্রামে অব্যাহত সুপেয় পানি সরবরাহের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি পানি সংকট নিরসন না হওয়া পর্যন্ত চার গ্রামের ভূগর্ভস্থ পানি উত্তোলনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিচারপতি তারিক উল হাকিমের নেতৃত্বাধীন হাইকোর্টের একক বেঞ্চ এ রায় দেন।
এছাড়া পানিসম্পদ মন্ত্রণালয়কে পানি আইনের অধীনে এই চার গ্রাম পানি সংকাটাপন্ন এলাকা ঘোষণা করা হবে কি না সে বিষয়ে তিন মাসের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন সৈয়দা রিজওয়ানা হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাইনুল হাসান।
পরে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, চট্টগ্রামের পটিয়া থানার চরকানাই, হুলাইন, পানচুড়িয়া ও হাবিলাসদ্বীপ এই চারটি গ্রাম থেকে শিল্প কারখানা কর্তৃক ভূগর্ভস্থ পানি উত্তোলনের কারণে বসবাসকারী ৩০ হাজার মানুষ পানি পাচ্ছিল না। ৩০০ টিউবয়েল বিকল হয়ে গিয়েছিল। এ অবস্থায় হাইকোর্টে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) পক্ষে থেকে রিট করা হয়। আদালত এর আগে রুল জারি করেছিলেন। আজ চূড়ান্ত শুনানি শেষে আদালত উপরোক্ত আদেশ দিয়েছেন।