আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশ কঙ্গোয় ১৮ জন আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। রোববার দেশটির পূর্বাঞ্চলীয় শহর গোমাতে এ ঘটনা ঘটেছে। বিমানটির সব আরোহীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ।
কিভু প্রদেশের গভর্নর এনজানজু কাসিভিতার দপ্তর জানিয়েছে, বিজি বি নামের একটি প্রতিষ্ঠান ওই বিমানটি পরিচালনা করতো। বেনি শহরগামী বিমানটি উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়েছে। কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা জানা যায়নি।
বিজি বি’র এক কর্মকর্তা জানিয়েছেন, ১৯ আসনের বিমানটিতে ১৬ জন যাত্রী ও দুজন ক্রু ছিল।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

