রাজধানীর গাবতলী ও আশপাশের এলাকায় আজ সোমবার গ্যাস থাকবে না। সকাল আটটা থেকে শুরু হয়ে প্রায় ১০ ঘণ্টা গ্যাসবঞ্চিত থাকবে এই এলাকার মানুষ।
এছাড়া মিরপুরসহ কিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকবে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ।
তিতাস জানায়, সংস্কার কাজের জন্য সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রধানত তুরাগ নদের পূর্ব পাড় থেকে গাবতলী পশুর হাট, দিয়াবাড়ি ও আশপাশের এলাকায় শিল্পকারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান, সিএনজি স্টেশনগুলোয় গ্যাস একেবারেই থাকবে না। আবাসিক ভবনগুলোয়ও গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ রাখা হবে। আর মাজার রোড, মিরপুর ১ নম্বরসহ আশপাশের এলাকার অনেক এলাকায় গ্যাস থাকলেও তা হবে স্বল্পচাপের।
তিতাস গ্যাস কোম্পানির পরিচালক (অপারেশন) রানা আকবর হায়দারী জানান, ক্ষতিগ্রস্ত পাইপলাইন রক্ষণাবেক্ষণের কারণে গ্যাস না থাকার বিষয়টি এলাকায় প্রচার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন সংবাদপত্রে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।