১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৫৯

খিলক্ষেতে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

রাজধানীর খিলক্ষেতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক মারা গেছেন। তার নাম মিজানুর রহমান মিন্টু (৩৪)।বিরুদ্ধে অন্তত ১৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

রবিবার রাত ২টার দিকে পিংক সিটির ব্রিজের উত্তর পাশে লেক পাড়ে স্বদেশ প্রপার্টিজ এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে।

র‌্যাব-১–এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান জানান, স্বদেশ প্রপার্টিজ এলাকায় কিছু মাদক ব্যবসায়ী জটলা করেছে খবর পেয়ে র‌্যাবের একটি টহল দল সেখানে অভিযানে যায়। তারা সেখানে পৌঁছালে মাদক ব্যবসায়ীরা গুলি করে। র‌্যাবও তখন পাল্টা গুলি চালায়। একজন গুলিবিদ্ধ হলে অন্যরা তখন পালিয়ে যায়। গুলিবিদ্ধ মিন্টুকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, দুটি শটগান, ১০টি কার্তুজ ও বিপুলসংখ্যক ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা।

প্রকাশ :নভেম্বর ২৫, ২০১৯ ১২:৩৩ অপরাহ্ণ