২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:৩৭

অনুপ্রবেশকালে বেনাপোলে ৩২ নারী-পুরুষ আটক

বেনাপোল প্রতিনিধি : ভারত থেকে অবৈধপথে বাংলাদেশে অনুপ্রবেশের সময় রবিবার ভোরে বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে ৩২ নারী পুরুষ ও শিশুকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।

আটককৃতদের মধ্যে ১৭ জন পুরুষ, ১৩ জন নারী ও দুজন শিশু রয়েছে। এদের বাড়ি বাগেরহাট, মুন্সীগঞ্জ ও মোড়লগঞ্জের বিভিন্ন এলাকায় বলে দাবি করেছে আটক ব্যক্তিরা।

৪৯ বিজিবির বেনাপোলের দৌলতপুর ক্যাম্পের কমান্ডার মোজাম্মেল হোসেন জানান, ভারত থেকে অবৈধপথে বিপুলসংখ্যক নারী-পুরুষ ও শিশু বাংলাদেশে অনুপ্রবেশ করছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা ভোরে বাংলাদেশের অভ্যন্তরে একটি আম বাগানে অভিযান চালিয়ে ৩২ জনকে আটক করেন।

আটক জরিনা বেগম (৩৫) জানান, দীর্ঘদিন ধরে তারা ভারতের ব্যাঙ্গলুরু শহরে বসবাস করে আসছেন। তারা সেখানকার বিভিন্ন বাসাবাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। সেখানকার পুলিশ তাদের বাড়িতে বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখিয়ে আটক করে। পরে দেশে ফেরত পাঠায়।

আটক আলমগীর খান (৪৫) বলেন, আমরা একই পরিবারের সাতজন দীর্ঘদিন ধরে ব্যাঙ্গলুরে বসবাস করছি। স্ত্রী-বোনসহ আমরা বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করে জীবিকা নির্বাহ করতাম।

তিনি জানান, ভারতীয় পুলিশ তাদের ভয়ভীতি দেখিয়ে বাংলাদেশে ফিরে যেতে বলে। পরে বিএসএফের কাছে তুলে দেয়। বিএসএফই সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেয়।

আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।

প্রকাশ :নভেম্বর ২৪, ২০১৯ ১:৫০ অপরাহ্ণ