১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৯

কেনিয়ায় ভূমিধসে নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক :কেনিয়ার ওয়েস্ট পোকোট জেলায় ভূমিধসে অন্তত ২৪ জন নিহত হয়েছে। এদের মধ্যে শনিবার অন্তত ১২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, প্রবল বৃষ্টিপাতের কারণে নায়রাকুলিয়ান ও পারুয়া গ্রামে ভূমিধস দেখা দেয়। বন্যার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং অন্তত একটি সেতু পানির তোড়ে ভেসে গেছে।

স্থানী প্রশাসক জোয়েল বুলাল জানান,নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চলছে।

জেলা কমিশনার অ্যাপোলো ওকেলো জানান, অনেকে হয়তো আটকা পড়ে আছে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

তিনি বলেন, ‘সেতুটি যেখানে ভেসে গেছে আমরা সেখানে যাওয়ার চেষ্টা করছি। এখনো বৃষ্টি হচ্ছে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া  ছবিতে দেখা গেছে, গাছ,কাদা ও অন্যান্য আবর্জনা সড়কে ছড়িয়ে ছিটিয়ে আছে।

এক টুইটে আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেডক্রস ব্যাপক ভূমিধসের খবর নিশ্চিত করেছে।

প্রকাশ :নভেম্বর ২৩, ২০১৯ ৭:৩৫ অপরাহ্ণ