জয় প্রশ্ন করেছিলেন, বিভিন্ন সময় ফেসবুকে কথা বলে সমালোচনার সৃষ্টি হয় এবং আপনাকে ‘স্ট্যান্টবাজির ওস্তাদ’ বলা হয়। এটা কেন করেন? উত্তরে মালেক আফসারী বলেন, দেখুন, আপনি নিজেও কিন্তু একটা বিতর্কিত লোক! উল্টাপাল্টা প্রশ্ন করেন। যখনই কিছু উল্টাপাল্টা করবেন তখনই সবার দৃষ্টি আপনার দিকে যাবে। আমিও এজন্য করি।
‘পাসওয়ার্ড’ হিট হওয়ায় শাকিবের কারিশমা কী জানতে চাইলে এই পরিচালক বলেন, অবশ্যই হিট হয়েছে ডিরেক্টরের কারিশমায়। কারণ শাকিব খান তো অনেক সিনেমা করেন, সবগুলো তো সুপার হিট হচ্ছে না। তার মানে কী? কে শাকিবকে দিয়ে ছবিগুলো সুপার হিট করাচ্ছে- এটা গুরুত্বপূর্ণ। শাকিব সুপারস্টার, তার তো কারিশমা আছেই। কিন্তু সিনেমা সুপার হিট করানো ডিরেক্টরের কারিশমা। না হলে শাকিবের সব সিনেমাই সুপার হিট হতো!
মালেক আফসারী ‘পিয়াসী মন’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তার প্রথম পরিচালিত সিনেমা ‘ঘরের বউ’। ১৫ লাখ টাকা পারিশ্রমিক নিয়ে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা হিসেবে তার রেকর্ড রয়েছে।