বিএনপি’র যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় মির্জা আব্বাস আরও বলেন, ‘বিনা ভোটের সরকার বিনা কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আটকে রেখেছে একমাত্র লুটপাট করে দেশটাকে চুষে খাওয়ার জন্য। দেশে গণতন্ত্র ফেরাতে বেগম জিয়াকে মুক্ত করতে হবে। এ সরকার সহসাই বেগম জিয়াকে মুক্তি দেবে না। দুর্বার আন্দোলনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আপনারা আন্দোলনের প্রস্ততি নেন। আন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত করা হবে।’
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মহিলা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস। মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া ও দক্ষিণ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহবুবুল হক নান্নু, দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি এবায়দুল হক চাঁন ও উত্তর জেলা বিএনপি’র সভাপতি মেজবাউদ্দিন ফরহাদ এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন খানসহ স্থানীয় নেতারা।
এদিকে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ উপলক্ষে সমাবেশস্থল থেকে শুরু করে এর আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন হয়।