১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২০
Sri Lanka's former defense secretary Gotabaya Rajapaksa (R) waves next to his brother and former president Mahinda Rajapaksa after he was nominated as a presidential candidate during the Sri Lanka People's Front party convention in Colombo, Sri Lanka August 11, 2019. REUTERS/Dinuka Liyanawatte - RC1B8BEECC80

ছোট ভাই প্রেসিডেন্ট, বড় ভাই প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি বিরোধী প্রার্থীকে বড় ব্যবধানে হারিয়ে দ্বীপরাষ্ট্র শ্রীলংকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন গোতাবায়া রাজাপক্ষ। ছোট ভাই গোতাবায়ার হাত ধরে দেশটির  প্রধানমন্ত্রী পদে বসছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষ। বুধবার প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহের পদত্যাগের পর বড় ভাই মাহিন্দাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন গোতাবায়া।

প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে রনিল বিক্রমসিংহে জানিয়েছেন, পার্লামেন্টে এখনও তার সরকারের গরিষ্ঠতা রয়েছে। তবু প্রেসিডেন্ট নির্বাচনের রায়কে মর্যাদা দিয়ে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিচ্ছেন।

রনিল বিক্রমসিংহে ইচ্ছা করলে আরও কিছুদিন তার পদে থাকতে পারতেন। কিন্তু তা না থেকে প্রেসিডেন্ট নির্বাচনের কয়েকদিনের মাথায় তিনি সরকার ভেঙে দিয়ে পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার থেকে শ্রীলংকায় রনিল অধ্যায় শেষ হবে এবং মাহিন্দা অধ্যায় ফের শুরু হবে। এর ফলে শ্রীলংকার শাসন রাজাপক্ষে পরিবারের হাতে চলে এসেছে।

মাহিন্দা রাজপক্ষ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার মাধ্যমে শ্রীলংকা প্রথমবারের মতো একইসঙ্গে সরকার প্রধানের সর্বোচ্চ দুই পদে দুই ভাইকে পাচ্ছে। দু’বারের বেশি প্রেসিডেন্ট হওয়া সংবিধান পরিপন্থী। তাই এবার কৌশল কিছুটা বদলেছে তারা। ছোট ভাইয়ের পেছনে বসেই দেশ চালাবেন মাহিন্দা।

রাজাপক্ষ ভাইদের জমানায় শ্রীলঙ্কা কতটা চীন ঘেঁষা নীতি নিয়ে চলে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখবে প্রতিবেশি দেশ ভারত। অবশ্য প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথম বিদেশ সফর হিসেবে ভারতকে বেছে নিয়েছেন গোতাবায়া।

প্রকাশ :নভেম্বর ২১, ২০১৯ ১:০০ অপরাহ্ণ