১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৯

সাতক্ষীরায় চলছে না কোনো গাড়ি

সাতক্ষীরা সংবাদদাতা : নতুন সড়ক পরিবহন আইনের প্রতিবাদে ডাকা ধমর্ঘট স্থগিত করা হলেও সাতক্ষীরায় চতুর্থ দিনের মত সকাল থেকে ধর্মঘট পালন করছে শ্রমিকরা। ফলে সেখানে চলছে না কোনো গাড়ি।

বৃহস্পতিবার সকাল কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোন বাস ছেড়ে যায়নি। তবে যাত্রীবাহী বাস বন্ধ থাকলেও বিআরটিসি বাস চলাচল করতে দেখা গেছে। বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন দূর-দূরান্তের যাত্রীরা। অতিরিক্ত ভাড়া দিয়ে তারা ইজিবাইক, মাহেন্দ্র, ইঞ্জিনভ্যানসহ বিভিন্ন যানবাহনে তারা যাতায়াত করছেন। তবে, জেলার অন্যান্য জায়গায় সীমিত সংখ্যক ট্রাক চলছে।

এদিকে, ধর্মঘটের কারণে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানিতে তেমন কোন প্রভাব পড়েনি তবে খরচ হয়েছে অতিরিক্ত অর্থ। এ বিষয়ে ভোমরা স্থল বন্দরের আমদানিকারক আব্দুল গফুর  জানান, ধর্মঘটের কারণে পণ্য পাঠাতে না পারায় পচনশীল পণ্য পাঠাতে তাদের দ্বিগুণ খরচ হয়েছে।

সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ  জানান, নতুন সড়ক পরিবহন আইনের প্রতিবাদে ডাকা ধমর্ঘট স্থগিত করা হলেও শ্রমিকরা বাস চালানো বন্ধ করে দিয়েছে।

প্রকাশ :নভেম্বর ২১, ২০১৯ ১২:৫৭ অপরাহ্ণ