ঢাকার টিকাটুলিতে রাজধানী সুপার মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে এরইমধ্যে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট যোগ দিয়েছে।
বুধবার বিকাল ৫টা ১৭ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার পলাশ চন্দ্র মোদক ঢাকা টাইমসকে জানিয়েছেন।
তিনি বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আমাদের ২৫টি ইউনিট সেখানে কাজ করছে।’
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।
রাজধানীর মার্কেটের বিভিন্ন দোকানের একাধিক কর্মচারী জানিয়েছেন, বিকাল সোয়া পাঁচটার দিকে মার্কেটের উত্তর দিকে দ্বিতীয় তলার একটি খেলনার দোকানে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে।
দ্বিতীয় তলায় কয়েকটি গোডাউন রয়েছে। গলি থাকার আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দল মূল আগুনে কাছে যেতে পারছে না। যেখানে আগুন লেগেছে সেখানে পানি দিতে না পারায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
রাজধানী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ৩০ থেকে ৩৫টি দোকান রয়েছে বলে জানা গেছে।