১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২০

শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা

রাজধানীর নিকেতনে নকশা না মেনে ভবন নির্মাণ করায় শাকিব খান রানাকে ১০ লাখ টাকা জরিমানা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

সোমবার রাজউকের নির্বাহী হাকিম আশরাফ হোসেন এ জরিমানা করেন।

বিষয়টি নিশ্চত করেছেন রাজউকের অঞ্চল-৪ এর অথরাইজড অফিসার মো. হোসেন। তিনি বলেন, নকশা না মেনে রাজধানীর নিকেতনে বাড়ি নির্মাণ করায় এ জরিমানা করা হয়েছে।

নির্মাণাধীন ১০ তলা ভবনটি নিকেতনের ‘ই’ ব্লকের ৬ নম্বর সড়কে অবস্থিত। ভবনটির সামনে সাইনবোর্ডে লেখা আছে, ক্রয় সূত্রে জমির মালিক শাকিব খান রানা।

বর্তমানে ভবনটি দেখভাল করছেন শাকিব খানের অন্য সাইটের ব‌্যবস্থাপক সম্রাট হোসেন। তিনি জানান, এই ভবনটি দেখাশোনার দায়িত্বে (ম্যানেজার) যিনি ছিলেন রাজউকের কর্মকর্তারা তাকে নিয়ে গেছেন।

প্রকাশ :নভেম্বর ১৮, ২০১৯ ৩:১৯ অপরাহ্ণ