১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৬

ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠানে বন্দুকধারীর গুলিতে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি অনুষ্ঠানে বন্দুকধারীর হামলায় চারজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে ১০ জন।

স্থানীয় সময় রোববার রাতে ক্যালিফোর্নিয়ার ফ্রেসনোতে এ ঘটনা ঘটে।

ফ্রেসনো পুলিশ লে. বিল ডলির বরাত দিয়ে  সিএনএন জানিয়েছে, নিহতরা একটি বাড়ির পিছনের উঠানে পরিবার ও বন্ধুবান্ধবদের সাথে ফুটবল খেলা দেখার পার্টির আয়োজন করেছিল।

ফ্রেসনো পুলিশের উপ-প্রধান মাইকেল রিড জানান, সন্দেহভাজন একজন বন্দুক নিয়ে ওই অনুষ্ঠানে ঢুকে পড়ে এবং হেঁটে গুলি চালাতে থাকে। অনুষ্ঠানে প্রায় ৩৫ জন উপস্থিত ছিল।

তিনি আরো বলেন, এলোপাথাড়ি গুলিতে চারজন নিহত হন। নিহত চারজনই পুরুষ। তাদের বয়স ২৫ থেকে ৩০ বছর। তিনজন ঘটনাস্থলেই মারা যান। একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় যান। এ ঘটনায় ১০ জনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমন ঘটনায় ভুক্তভোগী পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, সিসিটিভি ফুটেজ দেখে দোষীকে খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে।

প্রকাশ :নভেম্বর ১৮, ২০১৯ ১:৪১ অপরাহ্ণ