মুন্সীগঞ্জ : মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদীতে লঞ্চের ধাক্কায় বালুবাহী একটি বাল্কহেড ডুবে গেছে। এ ঘটনায় তিনজন নিখোঁজ রয়েছেন।
আজ রোববার ভোর পাঁচটার দিকে গজারিয়া লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, শনিবার রাতে নিষেধাজ্ঞা অমান্য করে বালুবাহী বাল্কহেডটি নারায়ণগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় কোস্টগার্ড অভিযান চালিয়ে বাল্কহেডসহ চারজনকে আটক করে।
রাতে লঞ্চঘাট এলাকায় বাল্কহেডটি নোঙর করে রাখা হয়। রাতে সেটি মাঝনদীতে চলে যায়। ভোরে লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে বাল্কহেডটি ডুবে যায়।
নৌ-পুলিশের ইনচার্জ (পরিদর্শক) আবদুর রাজ্জাক বলেন, ঢাকাগামী কীর্তনখোলা-২ লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে বাল্কহেডটি ডুবে যায়। বাল্কহেড থেকে একজন সাঁতরে তীরে ওঠেন। আর তিনজন নিখোঁজ রয়েছেন।
কোস্টগার্ড, ফায়ার স্টেশন ও নৌ-পুলিশ উদ্ধারকাজ করছে।