১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:২০

অসুস্থতা সত্ত্বেও টানা ১৮ ঘণ্টা কাজ!

বিনোদন ডেস্ক : বলিউডের জীবন্ত কিংবদন্তি অমিতাভ বচ্চন। বয়স প্রায় আশির কোটায় তবুও কর্মস্পৃহা যেন একটুও কমেনি!

টিভি গেম শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সঞ্চালনা করেন বর্ষীয়ান এই অভিনেতা। অসুস্থতা সত্ত্বেও সম্প্রতি টানা ১৮ ঘণ্টা এই শোয়ের একটি পর্বের শুটিং করেছেন তিনি। তার ব্লগে এই তথ্য জানিয়ে অমিতাভ বচ্চন লিখেছেন, হ্যাঁ, আমি কাজ করছি। প্রতিদিন কাজ করছি। গতকাল ১৮ ঘণ্টা কাজ করেছি। এর জন্য আমি আত্মবিশ্বাস, ভালোবাসা ও আশীর্বাদ পাই।

বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ‘বিগ বি’খ্যাত এই তারকা। এমনকি তাকে হাসপাতালেও ভর্তি হতে হয়েছে। তার স্বাস্থ্যের ব্যাপারে সাবধান হতে বলেছেন চিকিৎসক। পাশাপশি কাজ ছেড়ে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। বিগত ছয় বছর কলকতা চলচ্চিত্র উৎসবে উপস্থিত হয়েছেন। কিন্তু অসুস্থতার জন্য এবার যেতে পারেননি তিনি। জানা গেছে, এই অভিনেতা যক্ষ্মা রোগে আক্রান্ত, হেপাটাইটিস বি পজেটিভ এবং তার ৭৫ শতাংশ লিভার অকেজো হয়ে গেছে।

বর্তমানে একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত এই অভিনেতা। এর মধ্যে রয়েছে— রণবীর কাপুর-আলিয়া ভাটের সঙ্গে ব্রহ্মাস্ত্র, ইমরান হাশমির সঙ্গে চেহরে এবং আয়ুষ্মান খুরানার সঙ্গে গুলাবো সিতাবো

প্রকাশ :নভেম্বর ১৭, ২০১৯ ৪:২৪ অপরাহ্ণ