দেশজনতা অনলাইনঃ সড়ক পরিবহন আইন সংস্কারের দাবিতে দিনাজপুরের হিলি-বগুড়া পথে অনির্দিষ্টকালের জন্য যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দিয়েছেন চালকরা। শনিবার (১৬ নভেম্বর) সকাল থেকেই চালকরা হিলি বাসস্ট্যান্ডে নিজ নিজ গাড়ি বন্ধ রেখে অনির্দিষ্টকালের এই কর্মসূচি পালন শুরু করেন। অনেক চালক তাদের বাস মালিকের বাড়িতে জমা রেখেছেন।
এদিকে হঠাৎ করে বাস চলাচল বন্ধ হওয়ায় ওই পথে চলাচলকারী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। বিকল্প উপায়ে ভ্যান, রিকশা, ইজিবাইকে করে কিংবা অন্য পথে বাড়তি ভাড়ায় যাতায়াত করছেন।
বাস চালক রেজাউল ইসলাম ও ইমরান হোসেন বলেন, ‘আমরা যারা বাস চালাই তারা কেউ তো ইচ্ছা করে কোনও দুর্ঘটনা ঘটাই না বা কাউকে চাপা দেই না। সড়কে ভ্যান, রিকশা, সিএনজির যে চাপ, এগুলোর চালকরা তো ডান-বাম বোঝে না। হুট করে লেন পাল্টায়। কিন্তু এখন কোনও কারণে একটি দুর্ঘটনা ঘটলে আর তাতে কেউ মারা গেলে নতুন আইনে চালকের মৃত্যুদণ্ড বা কেউ আহত হলে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণের বিধান রাখা হয়েছে। আমাদের এতো টাকা দেওয়ার সামর্থ্য নাই। বাস চালিয়ে জেলখানায় যেতে চাই না। তাই এই নতুন আইন সংস্কারের দাবিতে আমরা নিজেরাই বাস চলাচল বন্ধ করে দিয়েছি।’
দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের হাকিমপুর উপজেলা স্টান্ড কমিটির সাধারণ সম্পাদক আতাউর রহমান মিলন বলেন, ‘এটি সংগঠনের কোনও কর্মসূচি নয়। চালকরা নিজেরাই গাড়ি চালানো থেকে বিরত রয়েছেন।’
এদিকে হঠাৎ করে বাস চলাচল বন্ধ হওয়ায় ওই পথে চলাচলকারী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। বিকল্প উপায়ে ভ্যান, রিকশা, ইজিবাইকে করে কিংবা অন্য পথে বাড়তি ভাড়ায় যাতায়াত করছেন।
বাস চালক রেজাউল ইসলাম ও ইমরান হোসেন বলেন, ‘আমরা যারা বাস চালাই তারা কেউ তো ইচ্ছা করে কোনও দুর্ঘটনা ঘটাই না বা কাউকে চাপা দেই না। সড়কে ভ্যান, রিকশা, সিএনজির যে চাপ, এগুলোর চালকরা তো ডান-বাম বোঝে না। হুট করে লেন পাল্টায়। কিন্তু এখন কোনও কারণে একটি দুর্ঘটনা ঘটলে আর তাতে কেউ মারা গেলে নতুন আইনে চালকের মৃত্যুদণ্ড বা কেউ আহত হলে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণের বিধান রাখা হয়েছে। আমাদের এতো টাকা দেওয়ার সামর্থ্য নাই। বাস চালিয়ে জেলখানায় যেতে চাই না। তাই এই নতুন আইন সংস্কারের দাবিতে আমরা নিজেরাই বাস চলাচল বন্ধ করে দিয়েছি।’
দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের হাকিমপুর উপজেলা স্টান্ড কমিটির সাধারণ সম্পাদক আতাউর রহমান মিলন বলেন, ‘এটি সংগঠনের কোনও কর্মসূচি নয়। চালকরা নিজেরাই গাড়ি চালানো থেকে বিরত রয়েছেন।’