২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১০:১০

শ্রীলঙ্কায় চলছে প্রেসিডেন্ট নির্বাচন, বাসে হামলা

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। শনিবার স্থানীয় সময় সকাল সাতটায় ভোটগ্রহণ শুরু হয়েছে। দেশটির অষ্টম প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে দেশজুড়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নির্বাচন শুরুর কয়েক ঘণ্টা আগে ভোটারদের বহনকারী শতাধিক বাসের কনভয়ে হামলা ও গুলির ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহতি হয়নি বলে জানিয়েছে দেশটির প্রশাসন।

শনিবার সকালে উত্তর-পশ্চিম শ্রীলঙ্কায় বাসের কনভয়ে হামলার ঘটনা ঘটেছে। সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের ভোটকেন্দ্রের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে রাস্তায় টায়ার জ্বালিয়ে আটকানো হয় ১০০টি বাসের কনভয়টিকে। তারপর দুটি বাস লক্ষ্য করে গুলি চালানো হয় বলে খবর। বাসগুলির দিকে পাথরও ছোড়া হয়।

দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে মোট ৩৫ জন প্রার্থী অংশ গ্রহণ করছেন। তবে প্রেসিডেন্ট মৈত্রিপালা সিরিসেনা নির্বাচন করছেন না।  ক্ষমতাসীন ইউনাইটেড ন্যাশনাল পার্টি (ইউএনপি) এর সাজিথ প্রেমাদাসা এবং বিরোধী দল শ্রীলঙ্কা পিপলস ফ্রন্ট (এসএলপিপি) এর গোটাবায়া রাজাপাক্ষের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করা হচ্ছে।

সাজিথ প্রেমাদাসা দেশটির সাবেক প্রধানমন্ত্রী রানাসিংহ প্রেমাদাসার ছেলে। তিনি সংখ্যালঘু তামিল ও মুসলিম সম্প্রদায়ের কাছে  জনপ্রিয়। গোটাবায়ে রাজাপাক্ষে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ভাই। গোটাবায়ে রাজাপক্ষে ভাইয়ের আমলে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন । ২০০৯ সালে সংখ্যালঘু তামিল ও উগ্রপন্থী বৌদ্ধদের মধ্যকার রক্তক্ষয়ী গৃহযুদ্ধ অবসানে তার তাৎপর্যপূর্ণ ভূমিকা ছিল।

বুধবার নির্বাচনি প্রচারণা শেষ হয়েছে। শেষ মুহূর্তের প্রচারণায় নানা প্রতিশ্রুতি দিয়েন প্রার্থীরা। জোর দিয়েছেন দেশের উন্নয়ন ও শক্তিশালী অর্থনীতি গড়ে তোলার ওপর।

২০১৯ সালের ২১ এপ্রিল শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা বিস্ফোরণ হয়। এতে নিহত হন অন্তত ২৫৮ জন। এ কারণে এবারের নির্বাচনকে ঘিরে দেশজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে রাজধানী কলম্বোসহ পুরো দেশ।

প্রকাশ :নভেম্বর ১৬, ২০১৯ ১১:৫৭ পূর্বাহ্ণ