বিনোদন ডেস্ক :
ফ্রান্সের সর্বোচ্চ সম্মান লিজিয়ন অফ অনার’এ ভূষিত হচ্ছেন ভারতের বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। ফরাসি সরকারের পক্ষ থেকে কলকাতায় এসে তাকে এই সম্মান হাতে তুলে দেওয়া হবে। কলকাতা টোয়েন্টিফোর এ তথ্য জানিয়েছে।
এর আগে প্রথম বাঙালি হিসেবে অস্কারজয়ী নির্মাতা সত্যজিৎ রায় লিজিয়ন অফ অনার পেয়েছিলেন।
ভারতীয় চলচ্চিত্রে সর্বশ্রেষ্ঠ পুরস্কার দাদাসাহেব ফালকে পেয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। ২০০৪-এ পেয়েছিলেন পদ্মভূষণ। জাতীয় পুরস্কারের পাশাপাশি ১৯৯৮-এ সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কারও পেয়েছিলেন তিনি। সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে পুরস্কার পেয়েছেন শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায়।
দৈনিক দেশজনতা/এন এইচ