আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে রেকর্ডসংখ্যক নারী নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি সর্বোচ্চ ৩১৮টি আসনে জয় লাভ করেছে। আর বিরোধী লেবার পার্টি পেয়েছে ২৬১টি আসন। কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দেশটি কোয়ালিশন সরকার গঠনে তৎপরতা শুরু করেছে।এবারের নির্বাচনে ব্রিটেনের হাউস অব কমন্সের ৬৫০টি আসনের মধ্যে দুই শতাধিক নারী নির্বাচিত হয়েছেন। নারীদের এ সংখ্যা এযাবতকালের মধ্যে সর্বোচ্চ। খবর সিএনএন’র। এর আগে ২০১৫ সালের নির্বাচনে ১৯১ জন নারী নির্বাচিত হয়েছিলেন। তখনই তা দেশটির ইতিহাসে সর্বোচ্চসংখ্যক নারী এমপি নির্বাচিত হওয়ার ঘটনা ছিল।
দুই বছর পর বৃহস্পতিবারের আগাম নির্বাচনে বিজয়ী নারী এমপির সংখ্যা আগের সংখ্যাকেও ছাড়িয়ে ২০১ জন হয়েছে।এ বছর ব্রিটেন প্রথমবারের মতো এক শিখ নারী এমপিও পেয়েছে। বার্মিংহাম এজবাস্টন আসনে লেবার পার্টির হয়ে জয় পেয়েছেন প্রিত কর গিল নামের ওই শিখ নারী। তবে এ নির্বাচনে সবচেয়ে বিস্ময়কর ঘটনাগুলোর অন্যতম হচ্ছে- কেন্টের কেন্টারবারি আসনে ১৯১৮ সালের পর প্রথমবারের জন্য লেবার দলের রোজি দাফিল্ড নামে একজন নারী জয়ী হয়েছেন। এ ছাড়া লেবার পার্টি থেকে প্রার্থী হয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ব্রিটিশ বংশোদ্ভূত তিন বাংলাদেশি নারী। তারা হলেন, সিলেটের মেয়ে রুশনারা আলী, বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ রেজওয়ান সিদ্দিক ও পাবনার মেয়ে ড. রূপা হক। এদের মধ্যে রুশনারা আলী টানা তিনবার এমপি হলেন। আর টিউলিপ ও রূপা হক টানা দু’বার এমপি নির্বাচিত হলেন।
দৈনিক দেশজনতা/এন এইচ