১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৪

হুমায়ূনের জন্মদিনে এলো গুলতেকিনের বিয়ের খবর

যা রটে তা কিছুটা সত্য বটে। গতকাল বুধবার ছিল নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন। এইদিন রাতে অন্তর্জালে ছড়িয়ে পড়ল আরেকটি সংবাদ।

হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রী গুলতেকিন বিয়ে করেছেন। যদিও তাৎক্ষণিকভাবে সংবাদের সত্যতা যাচাই করা যাচ্ছিল না। গুলতেকিন ও তার স্বামী আফতাব আহমদ দুজনেই দেশের বাইরে।

বৃহস্পতিবার সকালে পারিবারিক সূত্রে গুলতেকিনের বিয়ের খবরটি নিশ্চিত হওয়া গেছে। তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আফতাব আহমদকে বিয়ে করেছেন।

সম্প্রতি ঢাকাতেই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। আফতাব আহমদের কবি হিসেবে পরিচিতি রয়েছে। গুলতেকিনও কবি।

গত ২ আগস্ট আফতাব আহমদের জন্মদিনে গুলতেকিন ফেসবুক ওয়ালে তাকে উৎসর্গ করে ‘তোমার জন্য মাত্রা বৃত্তে’ শিরোনামে একটি কবিতা লিখেন।

দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। প্রথম স্ত্রীর সঙ্গে আফতাব আহমদের বিচ্ছেদ হয় ১০ বছর আগে। অন্যদিকে হুমায়ূন আহমেদের সঙ্গে গুলতেকিনের বিচ্ছেদ হয় ২০০৩ সালে। বিচ্ছেদের পর গুলতেকিন সন্তানদের সঙ্গেই ছিলেন।

প্রকাশ :নভেম্বর ১৪, ২০১৯ ১২:৫৭ অপরাহ্ণ