২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৩০

সহস্রাধিক যাত্রী নিয়ে মেঘনার চরে আটকা লঞ্চ

বরিশাল ব্যুরো : এক হাজারের বেশি যাত্রী নিয়ে বরগুনা থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল ‘এমভি শাহরুখ-২’ নামের লঞ্চটি। বুধবার ভোররাতে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কালীগঞ্জসংলগ্ন মেঘনা নদীর চরে লঞ্চটি আটকা পড়েছে। বেলা ১১টা পর্যন্ত লঞ্চটি আটকে থাকে বলে জানা গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

লঞ্চযাত্রীদের অভিযোগ, মঙ্গলবার বিকালে বরগুনা থেকে ছেড়ে আসা লঞ্চটি মেঘনার কালীগঞ্জ চ্যানেল যখন অতিক্রম করছিল, তখন অদক্ষ চালক এর সামনের অংশ ডাঙায় তুলে দেন।

এই রুটের যাত্রীরা জানান, বরিশালের হিজলা উপজেলা ও চাঁদপুরের মধ্যবর্তী মেঘনার বিশাল অংশে নাব্য–সংকট দেখা দেয়ায় মিয়ারচর চ্যানেলকে নৌযান চলাচলের অনুপযোগী ঘোষণা করে বিআইডব্লিউটিএ। এতে নৌযানগুলো বিকল্প পথ ব্যবহার করছে। তবে বিকল্প পথেও নাব্য সংকট দেখা দিয়েছে।

প্রকাশ :নভেম্বর ১৩, ২০১৯ ১২:৪৮ অপরাহ্ণ