২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৮

স্বজনদের খুঁজছে আহত শিশুটি

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে দুই বছরের এক শিশু। সে কথা বলতে পারছে না। যার কারণে এখনো খুঁজে পাওয়া যায়নি তার স্বজনদের।

মঙ্গলবার সকালে ট্রেনের দুর্ঘটনাস্থল থেকে আহতাবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। সে উদয়ন এক্সপ্রেসে ছিল বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।

হাসপাতালের সার্জারি বিভাগ থেকে জানানো হয়, শিশুটি মাথায় বেশ আঘাত পেয়েছে। এছাড়া তার ঠাণ্ডাজনিত সমস‌্যা রয়েছে। তবে সে কিছুই বলতে পারছে না। তার স্বজনদের খোঁজ করা হচ্ছে। সার্জারি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেবার পর শিশুটিকে নার্সদের রেস্ট রুমে রাখা হয়েছে।

এর আগে, মঙ্গলবার রাত পৌনে ৪টায় কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশীথা এক্সপ্রেসের সঙ্গে সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই ভয়াবহ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।

প্রকাশ :নভেম্বর ১২, ২০১৯ ১:৩১ অপরাহ্ণ