১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০১

লংগদুতে যুবলীগ নেতা হত্যায় ২ পাহাড়ি যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

রাঙ্গামাটির লংগদু উপজেলায় সন্ত্রাসীদের হামলায় নিহত ভাড়ার মোটরসাইকেল চালক ও যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়ন হত্যায় জড়িত সন্দেহে রুমেল চাকমা ও জুয়েল চাকমা নামে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুদ্দিন ভুইয়া।

পরিবর্তন ডটকমকে ওসি জানান, গ্রেফতারদের দেয়া তথ্যানুযায়ী নয়নের খোয়া যাওয়া মোটরসাইকেল উদ্ধারে মাইনী নদীতে অভিযান চালানো হচ্ছে। অভিযানে অংশ নিতে চট্টগ্রাম থেকে বাংলাদেশ নৌ-বাহিনীর ডুবুরি দল এসেছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এই অভিযান শুরু হয় বলে জানান ওসি।

উল্লেখ্য, মোটরসাইকেল চালক নুরুল ইসলাম নয়নকে রাঙ্গামাটির লংগদু উপজেলা থেকে দু’জন পাহাড়ি যুবক পরিকল্পিতভাবে ভাড়ায় নিয়ে খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার চার মাইল নামক স্থানে এনে হত্যা করে এবং হত্যার পরে উপজাতীয় সন্ত্রাসীরা তার ব্যবহৃত মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনাকে কেন্দ্র করে লংগদুতে পাহাড়ি বাঙালির মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং পাহাড়ি পল্লীতে আগুন দেয়ার ঘটনাও ঘটে।

দৈনিক দেশজনতা/ এমএইচ

প্রকাশ :জুন ১০, ২০১৭ ১২:৪১ অপরাহ্ণ