আন্তর্জাতিক ডেস্ক:
গত মে মাসে পাকিস্তানে দুই চীনা নাগরিককে হত্যা করেছে কথিত জঙ্গি সংগঠন আইএস। এর আগে দক্ষিণ-পশ্চিম পাকিস্তান থেকে অস্ত্রের মুখে তাদের অপহরণ করা হয়। আইএস তাদের মুখপাত্র আমাক নিউজ এজেন্সির মাধ্যমে এ দাবী করে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা গুরুত্ব সহকারে এ তথ্য যাচাই করছে।
জানা যায়, কোয়েটা শহরের একটি ভাষা কেন্দ্রে উর্দু ভাষা শিখতে গেলে তাদেরকে অপহরণ করা হয়। স্থানীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, ভাষাকেন্দ্র ত্যাগ করার পর তাদের অপহরণ করে সশস্ত্র জঙ্গিরা। আরেকজন চীনা নারী এ সময় তাদের হাত থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনার পর আইএস কিংবা অন্য কোন সন্ত্রাসী গোষ্ঠী তাদের অপহরণের কথা স্বীকার করেনি। কয়েক বছর ধরে বেলুচিস্তানে মুক্তিপন আদায়ের জন্য বিদেশি নাগরিকদের অপহরণ করে আসছে কিছু সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। আফগানিস্তানের কিছু অঞ্চল নিয়ন্ত্রণে নিয়েছে আইএস এবং ২০১৫ সালে পাকিস্তানে তাদের প্রথম হামলা চালিয়ে নিজেদের আরো শক্তিবৃদ্ধি করেছে এ অঞ্চলে। চীন পাকিস্তানের অন্যতম প্রধান সহযোগী এবং দেশটি পাকিস্তানে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সড়ক ও বাঁধসহ অবকাঠামো উন্নয়নের বিভিন্ন প্রকল্পে বড় ধরণের অর্থ বিনিয়োগ করেছে। সেইসাথে নিজেদের সামরিক শক্তি বৃদ্ধিতে পাকিস্তানে চীনা সেনাবাহিনীর ঘাঁটি স্থাপন করারও পরিকল্পনা রয়েছে দেশটির।
দৈনিক দেশজনতা/এন এইচ