৩রা ডিসেম্বর, ২০২৪ ইং | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:৩৭

মুক্তি পেলেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা

আন্তর্জাতিক ডেস্কঃ কারামুক্তি পেয়েছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভা। বৃহস্পতিবার দেশটির সর্বোচ্চ আদালতের দেওয়া এক রায়ের ভিত্তিতে শুক্রবার মুক্তি পান তিনি। ওই রায়ে সব ধরনের আপিল নিষ্পত্তির আগে অপরাধীদের কারাগারে পাঠানোর নিয়ম বাতিল করেন আদালত। ফলে এখনও আইনি লড়াইয়ের সুযোগ থাকায় মুক্তি পেলেন এ রাজনীতিক। এক প্রতিবেদনে খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।.

বৃহস্পতিবারের ওই রায়ের পর লুলার আবেদনের প্রেক্ষিতে বিচারক তাকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন। শুক্রবার তার মুক্তি উপলক্ষ্যে কারা প্রাঙ্গনে জড়ো হয় লুলার সমর্থকরা। লাল পতাকা উড়িয়ে এবং ফ্রি লুলা লেখা ব্যানার নিয়ে তারা সেখানে সমবেত হন।মুক্তির পরদিন শনিবার সাও পাওলো শহরে বিক্ষোভের ডাক দিয়েছেন লুলা ডি সিলভা। দেশজুড়ে সফরের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

২০০৩ ও ২০১১ সালের নির্বাচনে জয়ী হয়ে দুই মেয়াদে ব্রাজিলের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন লুলা ডি সিলভা। ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক কর্মসূচির মাধ্যমে কার্যালয় ছাড়ার সময়ে ৮৭ শতাংশ মানুষের সমর্থন ছিল তার প্রতি। সর্বশেষ নির্বাচনে পরাজিত হলে ৭২ বছর বয়সী এই নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে কারাদণ্ড দেন আদালত। ২০১৮ সালের এপ্রিলে আত্মসমর্পণ করার পর থেকে ১২ বছরের দণ্ড নিয়ে কারাগারে বন্দি ছিলেন  তিনি।

বৃহস্পতিবার ব্রাজিলের সুপ্রিম কোর্টের এক রায়ে বলা হয়, যেসব বন্দিরা আপিল করে ব্যর্থ হয়েছে শুধু তাদেরই বন্দি রাখা উচিত। মূলত ওই রায়ের ফলেই মুক্তি পান এ রাজনীতিক। একইসঙ্গে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

প্রকাশ :নভেম্বর ৯, ২০১৯ ৫:৪৪ অপরাহ্ণ