১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৮

৪৮ ঘণ্টায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার দু্ই নারী

দেশজনতা অনলাইনঃ দেশের দুই জেলায় দুই জন নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এরমধ্যে একজনকে চাকরির প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয়েছে। আরেকজনকে অপহরণের পর ধর্ষণ করা হয়েছে।

নরসিংদীর শিবপুরে চাকরির প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। নরসিংদী প্রতিনিধি জানান, শুক্রবার (০১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সৃষ্টিগড় হাজিবাগান এলাকায় এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই ছাত্রীকে  শনিবার (০২ নভেম্বর)বিকালে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ রাকিব মিয়া (২০) নামে একজনকে আটক করেছে। আটককৃত রাকিব শিবপুর উপজেলার সৃষ্টিগড় গ্রামের রবিউল্লাহর ছেলে। এ ঘটনায় আরও দুইঅভিযুক্ত একই এলাকার শহিদ মিয়ার ছেলেআরিফ (২৫) ও অজ্ঞাতনামা এক গাড়িচালক পলাতক রয়েছে।   শিবপুরমডেল থানারপরিদর্শক (তদন্ত) মো. মুমিনুলইসলাম এ তথ্য নিশ্চিতকরেছেন।

অন্যদিকে যশোর শহরে এক কিশোরী অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মেয়েটিকে (১৫)শনিবার দুপুরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। জিজ্ঞাসাবাদের জন্যে চার তরুণকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

প্রকাশ :নভেম্বর ৭, ২০১৯ ৬:৫৬ অপরাহ্ণ