১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪২

বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে সরকারকে বিদায় করবো: রব

এসময় বর্তমান সরকারের উদ্দেশে রব বলেন, কত রক্ত চাই আপনাদের? রক্তের বন্যায় ভেসে যাবে সব অন্যায়। যত রক্ত চান, দেবো। তবে জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে। সরকারি দল থেকে বলা হচ্ছে আবরারের বিচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাহলে আমরা আন্দোলন করছি কেন? আবরারের বিচার হয় নাই।

তিনি আরও বলেন, গতকাল এক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে। কিছুদিন আগে এক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে পানিতে ফেলে দিয়েছে ছাত্রলীগ।

জেএসডির সভাপতি বলেন, এই সরকার জনগণের সব অধিকার হরণ করেছে। তারা পুলিশ দিয়ে, গুন্ডা দিয়ে আন্দোলন দমন করে। আর বলে আন্দোলন করতে পারে না, বক্তব্য দিতে পারে না। স্বৈরাচারি পন্থায় ক্ষমতায় থাকবেন? বাংলাদেশ ব্রিটিশ আমল থেকে কেউ এই পন্থায় ক্ষমতায় বেশিদিন থাকতে পারেনি, আপনিও পারবেন না। আপনাদেরকেও ক্ষমতা ছেড়ে দিতে হবে।

আ স ম রব বলেন, সরকারের সমর্থকরা শুধু আবরারকে খুন করেনি, তারা জনগণের অধিকার খুন করেছে, গণতন্ত্র হরণ করেছে, মুক্তিযুদ্ধের চেতনাকে খুন করেছে। এখনও খুন করছে তারা।

ছাত্রলীগকে খুনি লীগ মন্তব্য করে রব বলেন, এই ছাত্রলীগ এখন ছাত্রলীগ নাই। তারা খুনি লীগ হয়ে গেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। প্রতিটি স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে এই ছাত্রলীগের টর্চার সেল আছে।

এ সময় তিনি বিএনপি চোরপারসন খালেদা জিয়া মুক্তি দাবি করেন। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন গণফোরামের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া, কার্যকরী সভাপতি আবু সাইয়েদ, জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব প্রমুখ।

প্রকাশ :নভেম্বর ৬, ২০১৯ ৬:০৩ অপরাহ্ণ