১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৭

নজরুল ইসলাম খান হাসপাতালে

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অসুস্থ। মঙ্গলবার রাতে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, মঙ্গলবার রাত ১১ টার দিকে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শায়রুল কবির বলেন, বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম খান। সেখান থেকে ফেরার পথে তার একাধিকবার বমি হয়। পরে বাসায় চলে যান। অবস্থার পরিবর্তন না হলে রাত ১১টার দিকে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের ৫১৭ নম্বর কেবিনে ভর্তি করা হয়।

শায়রুল কবির বলেন, নজরুল ইসলাম খানের রোগনির্ণয়ে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে বিভিন্ন রোগে ভুগছেন নজরুল ইসলাম।

প্রকাশ :নভেম্বর ৬, ২০১৯ ১২:৩৪ অপরাহ্ণ