১১ই এপ্রিল, ২০২৫ ইং | ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:৩৯
ব্রেকিং নিউজ

সাঁওতাল পল্লিতে হামলা বিচার ও জমি ফেরত পাওয়া নিয়ে শঙ্কা

গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লিতে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও হত্যার তিন বছর পূর্ণ হলো আজ। ২০১৬ সালের ৬ নভেম্বর ভয়াবহ সেই হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত শেষে ৯০ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। কিন্তু হামলার সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের বাদ এবং পিবিআইয়ের ‘পক্ষপাতমূলক’ ভূমিকার অভিযোগে সেই চার্জশিট প্রত্যাখ্যান করেছেন ক্ষতিগ্রস্ত সাঁওতালরা। এ নিয়ে আদালতে নারাজি পিটিশন দাখিল করেছেন মামলার বাদী। ফলে আলোচিত এ হামলার ঘটনার বিচার কার্যক্রম নিয়ে ক্ষুব্ধ নিহত-আহতের স্বজন ও ক্ষতিগ্রস্তরা।

প্রকাশ :নভেম্বর ৬, ২০১৯ ১২:০৫ অপরাহ্ণ