১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৬

বৃহস্পতিবার দুপুরে খোকাকে নেয়া হবে শহীদ মিনারে

সব মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মরদেহ বৃহস্পতিবার বেলা ১২ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, এর আগে বৃহস্পতিবার সকালে মরদেহ ঢাকায় পৌঁছাবে। বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়, বাদ জোহর বিএনপি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, দুপুর ৩টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভবনে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

তিনি জানান, এরপর গোপীবাগের নিজ বাসা হয়ে ধুপখোলা মাঠে জানাজা শেষে জুরাইন গোরস্তানে বাবা মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন সাদেক হোসেন খোকা।

সাদেক হোসেন খোকা নিউইয়র্ক সময় রাত ২:৫০ মিনিটে ও বাংলাদেশ সময় সোমবার দুপুর ১:৫০ মিনিটে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ক্যান্সার আক্রান্ত খোকা নিউইয়র্কের মেমোরিয়াল স্লোয়েন ক্যাটারিং ক্যান্সার ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।

তিনি তিনবারের নির্বাচিত সংসদ সদস্য, দুই বারের মন্ত্রী ও ২০০২ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র ছিলেন।

প্রকাশ :নভেম্বর ৫, ২০১৯ ৬:০৩ অপরাহ্ণ