১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৩

জাতীয় বিশ্ববিদ্যালয় : মাস্টার্সের ফল প্রকাশ, পাসের হার ৭৬.০৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের মাস্টার্স শেষপর্ব (নিয়মিত) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। উক্ত পরীক্ষায় পাসের হার ৭৬ দশমিক ০৫ শতাংশ।

মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

পরীক্ষায় ৩০টি বিষয়ে সারাদেশে ১৫৭টি কলেজের এক লাখ ৩৮ হাজার ৬৬৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর  মধ্যে পাস করেন এক লাখ পাঁচ হাজার ৪৪৫ জন। পাসের হার ৭৬ দশমিক ০৫ শতাংশ।

প্রকাশিত ফলাফল বিকাল পাঁচটার পর যেকোনো মোবাইল থেকে SMS এর মাধ্যমে NUMF Roll লিখে ১৬২২২ নম্বরে Send করলে ফল পাওয়া যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bdwww.nubd.info থেকেও ফলাফল জানা যাবে।

প্রকাশ :নভেম্বর ৫, ২০১৯ ১:০৯ অপরাহ্ণ