১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৮

আমানতকারীদের অর্থ ফেরতের আশ্বাস অর্থমন্ত্রীর

পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেসের (পিএলএফএস) আমানতকারীদের অর্থ দ্রুত ফেরতের আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কালাম।

সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে অর্থমন্ত্রীর সঙ্গে তার দপ্তরে পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেসের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেন অর্থমন্ত্রীর সঙ্গে। সাক্ষাৎ শেষে পিএলএফএসের পক্ষে আতিকুর রহমান আতিক গণমাধ্যমকর্মীদের এই কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের আজ দাবি ছিল পিপিলস লিজিং এন্ড ফিনান্সিয়াল সার্ভিসেস (পিএলএফএস) অবসায়ন প্রক্রিয়া বন্ধ করা এবং ক্ষুদ্র ও ব্যক্তি আমানতকারীদের সঞ্চয় আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ফেরত দেওয়া।

আতিকুর রহমান বলেন, ‘পিপলস লিজিংয়ের ক্ষুদ্র আমানতকারীরা তাদের কষ্টার্জিত অর্থ রেখে এখন তা ফেরত না পেয়ে চরম অসহায় অবস্থায় দিন পার করছে। এ অবস্থায় হাজারো আমানতকারী ও তাদের পরিবারের সদস্যরা অনিশ্চিত জীবনযাপন করছে। এই টাকা থেকে অবসরপ্রাপ্ত মানুষসহ অনেকের সংসারের ব্যয়, ছেলেমেয়েদের পড়ার খরচ ও চিকিৎসা খরচ চলত। এখন সব বন্ধ আছে।’

তিনি বলেন, ‘একটি অসাধু চক্র সুনির্দিষ্ট পরিকল্পনা মাফিক আমাদের সর্বশান্ত করে দেবার চক্রান্তে লিপ্ত রয়েছে। তারা বিভিন্ন কৌশলে, নামে-বেনামে আমানতকারীদের অর্থ বাগিয়ে নিয়েছে। এখানেই তারা ক্ষান্ত হয়নি। পরিকল্পনা মাফিক তারা এই প্রতিষ্ঠানটিকে অবসায়নের পর্যায়ে নিয়ে গেছে।

তিনি বলেন, ‘আমরা অর্থমন্ত্রীর সিদ্ধান্তের আশায় আছি। অর্থমন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন, এ বিষয়ে তিনি দেখবেন।

পিপল লিজিংয়ের আরো উপস্থিত ছিলেন প্রশান্ত কুমার দাস, রানা ঘোষ, সামিয়া বিনতে মাহবুব, আবু নাসের বখতিয়ার, কামার আহমেদ।

প্রকাশ :নভেম্বর ৪, ২০১৯ ৪:৪৬ অপরাহ্ণ