১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৬

জেব্রা ক্রসিং না থাকলে রাস্তা পার করে দেবে পুলিশ

সোমবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে সড়ক আইন ২০১৮ এর প্রয়োগ বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

পথচারীরা জেব্রা ক্রসিং বা ফুট ওভারব্রিজ দিয়ে পার না হলে নতুন আইনে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। এই টাকার পরিমাণ আগে ছিল ২০০ টাকা। রাজধানীর অনেক সড়কে ওভারব্রিজ বা জেব্রা ক্রসিং নেই। সেক্ষেত্রে কী করা হবে—জানতে চাইলে পুলিশ কমিশনার বলেন,  ‘যেসব জায়গায় জেব্রা ক্রসিং নেই, সেখানে ট্রাফিক বিভাগের কর্মকর্তারা পথচারীদের রাস্তা পারাপারে সাহায্য করবেন।’

মামলার ধারাগুলো নিয়ে তিনি বলেন, ‘এই মামলায় কিছু বৈচিত্র্য আছে। এখানে সাজার পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে। ভয়ে হলেও মানুষের মধ্যে আইন মানার প্রবণতা সৃষ্টি হবে। উন্নত বিশ্বের মতো আইন ভঙ্গের জন্য পয়েন্ট কাটার সিস্টেম করা হয়েছে।’

আইনের ধারাগুলোয় সর্বনিম্ন টাকার পরিমাণ লেখা না থাকলে সর্বোচ্চ শাস্তির পরিমাণ রয়েছে। সেক্ষেত্রে পুলিশ কীভাবে মামলা দেবে—জানতে চাইলে কমিশনার বলেন, ‘কেউ যদি প্রথমবার নতুন আইন ভঙ্গ করে, তাহলে তাকে সামান্য পরিমাণ জরিমানা করা হবে। একইসঙ্গে তাকে একটি লিফলেট দেওয়া হবে। তিনি পরবর্তীতে একই অপরাধ করলে আইন অনুযায়ী পুরো জরিমানা বা শাস্তি ভোগ করতে হবে। এক সপ্তাহ নতুন আইনে কোনও মামলা হবে না। এরপর থেকে রশিদের মাধ্যমে মামলা নেওয়া শুরু হবে। আর পজ মেশিনের সার্ভার আপডেট করার পরে এ পদ্ধতিতে মামলা করা হবে।’

প্রকাশ :নভেম্বর ৪, ২০১৯ ৩:২৬ অপরাহ্ণ