জ্যেষ্ঠ প্রতিবেদক : ধানমণ্ডির একটি বাড়িতে দুই নারীকে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন খুনি সুরভী আক্তার নাহিদাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানে আলম মুনশি বলেন, রোববার রাত ৮টার দিকে শেরেবাংলা থানা এলাকার নাক-কান-গলা (ইএনটি) অ্যান্ড হেড-নেক ক্যান্সার ফাউন্ডেশন হাসপাতাল ও ইন্সটিটিউটের সামনে থেকে সুরভীকে গ্রেপ্তার করা হয়। হত্যার পর সে এই এলাকায় আছে আমাদের কাছে এমন তথ্য ছিল। ভোলার কালুপুর গ্রামের রফিকুল ইসলাম ওরফে রহিজল মিয়ার মেয়ে সুরভী।
উল্লেখ্য, শুক্রবার বিকাল ৪টার দিকে ধানমণ্ডির ২৮ নম্বর রোডের একটি বাড়ির ফ্ল্যাট থেকে গৃহকর্ত্রী আফরোজা বেগম (৬৫) এবং তার এক গৃহকর্মীর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগি পরিবার পরে ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করেন।