১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৩

দুদক কার্যালয়ে সাকিবের একঘণ্টা

দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয় ঘুরে গেলেন তথ্য গোপনের অভিযোগে দুই বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এই সংস্থাটির শুভেচ্ছা দূত সাকিব শুভেচ্ছা জানাতে এসেছিলেন বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য।

তিনি বলেন, শুভেচ্ছা জানাতে দুদকের প্রধান কার্যালয়ে এসেছিলেন সাকিব আল হাসান।

জানা গেছে, রবিবার সকাল ১০টার দিকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আসেন সাকিব আল হাসান। প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থান করেন বাংলাদেশের টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান।

সম্প্রতি ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাবের তথ্য আইসিসিকে না জানানোয় দুই বছরের জন্য নিষিদ্ধ হন সাকিব। তবে দোষ স্বীকার করায় একবছর নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে। নতুন কোনো অপরাধে না জড়ালে আগামী বছরের ২৯ অক্টোবর থেকে আবার মাঠে নামতে পারবেন তিনি।

প্রকাশ :নভেম্বর ৩, ২০১৯ ২:৫৮ অপরাহ্ণ