নিজস্ব প্রতিবেদক:
মাথাপিছু জিডিপি ও ক্রয়ক্ষমতার সমতার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে ধনী দেশ হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে মধ্যপ্রাচ্যের সম্পদশালী দেশ কাতার। আর সবচেয়ে গরিব দেশের অবস্থানে রয়েছে আফ্রিকার মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। আর এ তালিকায় বাংলাদেশের অবস্থান ১৪৩ নম্বরে।
শুক্রবার গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিনের তথ্যের ভিত্তিতে এ খবর প্রকাশ করেছে মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয়েশিয়ান ডাইজেস্ট। বিশ্বের ১৮৯টি দেশের মধ্যে সবচেয়ে ধনী ও গরিব দেশ হিসেবে এই দেশ দুটিকে নির্বাচন করেছে গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিন।
কাতার ছাড়াও শীর্ষ দশে লুক্সেমবার্গ আছে দ্বিতীয় স্থানে, ম্যাকাউ তৃতীয় স্থানে, সিঙ্গাপুর চতুর্থ, ব্রুনাই দারুসসালাম পঞ্চম, কুয়েত ষষ্ঠ, আয়ারল্যান্ড সপ্তম, নরওয়ে অষ্টম, সংযুক্ত আরব আমিরাত নবম এবং সান ম্যারিনো দশম স্থানে রয়েছে।
আর মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ছাড়াও গরিব দেশের শীর্ষ দশে কঙ্গো আছে দ্বিতীয় স্থানে, বুরুন্ডি তৃতীয়, লাইবেরিয়া চতুর্থ, নাইজার পঞ্চম, মালাউই ষষ্ঠ, মোজাম্বিক সপ্তম, গিনি অষ্টম, ইরিত্রিয়া নবম এবং মাদাগাস্কার দশম স্থানে রয়েছে। প্রসঙ্গত, সবচেয়ে ধনী ও গরিব দেশের তালিকা তৈরিতে বিবেচনায় নেয়া হয়েছে ক্রয়ক্ষমতার সমতার ভিত্তিতে (পিপিপি) হিসাব করা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকারকে।
দৈনিক দেশজনতা/ এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

