২৪শে নভেম্বর, ২০২৪ ইং | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৬

ফিলিপাইনে আবারও শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে আবারও শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার আঘাত আনা এই ভূমিকম্পটির রিখটার স্কেলে তীব্রতা ছিল ৬.৫।  আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, ভূমিকম্পে আতঙ্কিত লোকজন তাদের ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও শপিং মল থেকে দ্রুত বেরিয়ে পড়ে। গত তিনদিনে এটি দেশটিতে তৃতীয় ভূমিকম্পের ঘটনা।

বিশ্বের অন্যতম দুর্যোগপূর্ণ দেশ ফিলিপাইন। দেশটিতে প্রায়ই ঘূর্ণিঝড়, ভূমিকম্প ও আগ্নেয়গিরি অগ্নুৎপাত ঘটে থাকে। দেশটির অবস্থান প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ‘রিং অব ফায়ার’-এ। এই অঞ্চলে বিশ্বের সবচেয়ে বেশি ভূমিকম্প সংক্রান্ত কার্যক্রম ঘটে থাকে। ১৯৯০ সালে ৭ দশমিক ৭ মাত্রার এক ভূমিকম্পে প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, মিন্দানাও দ্বীপে ভূমিকম্পটি আঘাত হানে। এর আগে মঙ্গলবার একই অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে কমপক্ষে ছয়জন প্রাণ হারায়। তবে সর্বশেষ এ ভূমিকম্পে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। বেশকিছু ভবনের ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

সকালের ব্যস্ত সময় শুরু হওয়ার পরপরই অঞ্চলটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠায় বাসিন্দারা আতংকগ্রস্ত হয়ে পড়ে এবং তারা দ্রুত নিরাপদ স্থানে চলে যায়। তুলুনান শহরের মেয়র রিউয়েল লিম্বুনগান বলেন, এ ভূমিকম্পের ঘটনায় ‘সকলে দ্রুত বাইরে বেরিয়ে যায়।’ আর এটি মঙ্গলবার আঘাত হানা ভূমিকম্পের চেয়ে বেশি শক্তিশালী ছিল।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, এতে সুনামির কোন হুমকি নেই। মধ্য অক্টোবর থেকে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের একই এলাকায় আঘাত হানা এটি ছিল তৃতীয় ভূমিকম্পের ঘটনা।

প্রকাশ :অক্টোবর ৩১, ২০১৯ ১:৩২ অপরাহ্ণ