২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৯

খোকার জন্য দোয়া চাইলেন ফখরুল

অবিভক্ত ঢাকার মেয়র ও দলের ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার শারীরিক সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কিডনির ক্যানসারে আক্রান্ত হয়ে আমেরিকার একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসা চলছে খোকার। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তারাও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

বুধবার দুপুরে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল দেশবাসীর কাছে দলের এই সহযোদ্ধার জন্য দোয়া চান।

সাদেক হোসেন খোকা নিউইয়র্কের ম্যানহাটনে স্লোশেন ক্যাটারিং ক্যানসার ইনস্টিটিউটে চিকিৎসাধীন। দীর্ঘদিন ধরে তিনি কিডনির ক্যানসারে ভুগছেন।

ক্যানসারের চিকিৎসার জন্য ২০১৪ সালের ১৪ মে সপরিবারে নিউইয়র্ক চলে যান খোকা। তারপর থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিউইয়র্ক সিটির কুইন্সে একটি বাসায় দীর্ঘদিন ধরে থাকছেন বিএনপির এই নেতা।

জানা গেছে, কয়েক সপ্তাহ ধরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে স্লোশেন ক্যাটারিং ক্যানসার সেন্টারে ভর্তি করা হয় খোকাকে। সোমবার স্বাস্থ্যের আরও অবনতি ঘটলে তাকে আইসিইউতে নেওয়া হয়।

লাগাতার ওষুধ সেবনের ফলে খোকার মুখে ঘা হয়ে গেছে। তিনি খাবার খেতে পারছিলেন না বিধায় ওই হাসপাতালে ভর্তির পর গত ২৭ অক্টোবর তার ফুসফুসে একটি ছোট অস্ত্রোপচার করা হয়। এরপর তাকে চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হয়েছে হাসপাতালেই।

২০০২ সালের ২৫ এপ্রিল অবিভক্ত ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন খোকা। ২৯ নভেম্বর ২০১১ সাল পর্যন্ত টানা ১০ বছর বিএনপি ও আওয়ামী লীগের শাসনামলে ঢাকা মহানগরের মেয়র ছিলেন তিনি। এছাড়া মুক্তিযোদ্ধা খোকা ঢাকা মহানগর বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন দীর্ঘদিন।

প্রকাশ :অক্টোবর ৩০, ২০১৯ ৫:২৯ অপরাহ্ণ