১১ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৭:১২

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিহত ১

রাজধানীর ধানমন্ডিতে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আগুনের ধোঁয়ায় এক নারী মারা গেছেন। অসুস্থ হয়ে পড়েছেন আরেকজন।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। বেলা সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার রাসেল শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ধানমন্ডির ৬/এ ঈদগাহ মাঠের পাশে ১২ তলা আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।

আগুন লাগার পর অন‌্যান‌্য বাসিন্দারা ভবন থেকে নেমে আসেন। তবে তৃতীয় তলায় দুজন আটকা পড়েন। অতিরিক্ত ধোঁয়ায় একজন মারা যান ও শাহেদা নামে একজন অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আগুনে তৃতীয় তলার আসবাবপত্র পুড়ে গেছে।

প্রকাশ :অক্টোবর ২৬, ২০১৯ ১১:৫৯ পূর্বাহ্ণ