বুধবার বিবিসির এক প্রতিবেদনে পুলিশের বরাত দিয়ে বলা হয়, স্থানীয় একটি শিল্পাঞ্চলে লরিটি পড়ে ছিল। লরিটি থেকে ৩৮ জন বয়স্ক এবং একজন কিশোরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। লরি থেকে জীবিত কাউকে উদ্ধার করা হয়েছে কিনা এ বিষয়ে পুলিশ কিছু জানায়নি।
ইতোমধ্যে, দেশটির উত্তর আয়ারল্যান্ড থেকে হত্যার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে ২৫ বয়স্ক লরির চালককে আটক করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে বুলগেরিয়া থেকে লরিটি যুক্তরাজ্যে প্রবেশ করেছিল।
এসেক্স শহরের পুলিশ কর্মকর্তা অ্যান্ড্রিও মার্নিয়ার বলেন, কি ঘটেছে তা খুঁজে পেতে আমাদের অনুসন্ধান চলছে। অনেক মানুষ ট্র্যাজেডির শিকার হয়ে জীবন হারিয়েছে। মরদেহ শানাক্ত করতে অনেক সময় লাগবে বলেও মন্তব্য করেছেন তিনি।
দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন লরির ঘটনায় শোক প্রকাশ করেছেন।
২০০০ সালে ৫৬ জন মৃত সহ ২ জীবিত চীনা অভিবাসীদের লরি থেকে উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় নেদারল্যান্ডের এক চালক সাজাভোগ করছেন।