১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৮

সব দাবি মেনে নিতে প্রস্তুত বোর্ড: পাপন

ক্রীড়া ডেস্ক : ক্রিকেটের চলমান সঙ্কট নিরসনের জন্য বুধবার দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর তিনি বলেছেন, ‘ক্রিকেটারদের সব দাবি মেনে নিতে প্রস্তুত বোর্ড।’

গণভবন থেকে বেরিয়ে মিরপুরে বিসিবি কার্যালয়ে গেছেন পাপন। সেখানে তিনি ক্রিকেটারদের সঙ্গে আলোচনার জন্য অপেক্ষা করছেন। বিকাল পাঁচটার দিকে বিসিবি ও ক্রিকেটারদের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে।

গত সোমবার আচমকা এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ১১ দফা দাবি তুলে ধরে ধর্মঘটের ডাক দেন বাংলাদেশ জাতীয় ও ঘরোয়া ক্রিকেটে অংশ নেয়া ক্রিকেটাররা। এরপরদিন বিসিবি সভাপতিও সংবাদ সম্মেলন করে করেন।

সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেন, ‘বিষয়টি পুরোপুরি শকিং। আমি বিশ্বাসই করতে পারছি না যে আমার ক্রিকেটাররা এমন করছে। ওদের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে। ওরা যেকোনো সমস্যা নিয়ে আমার সাথে কথা বলে। কিন্তু এই বিষয়ে আমাদের সঙ্গে কোনো কথা না বলেই ওরা স্ট্রাইকে গেল। নিশ্চয়ই এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে। আমরা ষড়যন্ত্রকারীকে খুঁজে বের করব।’

প্রকাশ :অক্টোবর ২৩, ২০১৯ ৫:১২ অপরাহ্ণ