বিনোদন ডেস্ক : গোপনে বয়ফ্রেন্ড কেনেথ পেটিকে বিয়ে করেছেন নিকি মিনাজ। একাধিক পশ্চিমা সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
এছাড়া সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন নিকি মিনাজ। এতে দেখা যায়, টেবিলের উপর দুটি মগ রাখা। একটিতে লেখা ‘মিস্টার’ ও অন্যটিতে ‘মিসেস’। এছাড়া দুটো ক্যাপে লেখা রয়েছে ‘ব্রাইড’ ও ‘গ্রুম’।
এই পোস্টের ক্যাপশনে নিকি লিখেছেন, ‘ওনিকা তানিয়া মারাজ পেটি ১০.২১.১৯।’ নিকির আসল নাম ওনিকা তানিয়া মারাজ। আর ভক্তদের বুঝতে বাকি নেই তারিখটি দিয়ে এই গায়িকা ২১ অক্টোবরকে বুঝিয়েছেন। আর এই তারিখেই বিয়ে করেছেন তিনি।
গত বছরের ডিসেম্বর থেকে প্রেম করছেন এ জুটি। চলতি বছর আগস্টে কুইন রেডিও শোতে এ গায়িকা জানান, ৮০ দিনের মধ্যে বয়ফ্রেন্ড কেনেথ পেটিকে বিয়ে করবেন তিনি। এমনকি টুইটারে নিজের নাম পরিবর্তন করে মিসেস পেটি রাখেন। এরপর গত সেপ্টেম্বরে সংগীত ভুবন থেকে অবসরের ঘোষণা দেন।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

