১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৭

প্রাথমিক শিক্ষকদের সমাবেশে পুলিশের বাধা

গ্রেড পরিবর্তন ও বেতন বৃদ্ধির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পূর্বঘোষিত সমাবেশে বাধা দিয়েছে পুলিশ।

বুধবার সকাল ১১টায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা কয়েক হাজার শিক্ষক শহীদ মিনার এলাকায় জড়ো হন। কিন্তু আগে থেকেই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ ঘিরে রাখা পুলিশের বাধা পেয়ে শিক্ষকরা সমাবেশ করতে পারেননি।

বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ তাদের লাঠিপেটা করে সরিয়ে দেয়। কিছুক্ষণ পর আবার শিক্ষকরা শহীদ মিনারে ঢোকার চেষ্টা করলেও সফল হননি।

পুলিশের বাধার মুখে ছত্রভঙ্গ হওয়া শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র ও ঢাকা মেডিকেল কলেজের বহির্বিভাগের সামনের রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। এখন ওই এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।

প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ ছামছুদ্দীন মাসুদ জানিনান, আজকের কর্মসূচিতে প্রায় ১০ হাজার শিক্ষক তাদের সঙ্গে রয়েছেন। এছাড়া সমাবেশে যোগ দিতে আসা অনেক শিক্ষক এখনো রাস্তায় আছেন।

শিক্ষকদের অভিযোগ, সারাদেশ থেকে আসা শিক্ষকরা সকাল সাড়ে আটটা থেকে শহীদ মিনারের দিকে যাত্রা শুরু করলে কার্জন হলের সামনে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় শিক্ষকরা সেখানে দাঁড়িয়ে বিক্ষেভ করতে থাকেন। প্রায় এক ঘণ্টা পর পুলিশ সরে গেলে তারা আবার শহীদ মিনারের দিতে যাত্রা করেন। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেন।

প্রধান শিক্ষকদের জাতীয় বেতন স্কেলের দশম গ্রেডে ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন দেয়ার দাবিতে গত ১৪ অক্টোবর সারা দেশের শিক্ষকরা দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেন। কর্মবিরতি চলে ১৫, ১৬ এবং ১৭ অক্টোবর। দাবি আদায় না হলে সমাপনী পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা।

প্রকাশ :অক্টোবর ২৩, ২০১৯ ১:২১ অপরাহ্ণ